সাতক্ষীরা-২ আসনে জামায়াতের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমরা কারোর উপর জুলুম করিনা ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মস্থল দখল করি না। আমরা ক্ষমতায় গেলে কলকারখানা তৈরি করে যে সমস্ত যুবক বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। সমাজে কোনো প্রকার অন্যায়র অবিচার দূর্নীতি থাকবে না। ৫ ডিসেম্বর শুক্রুবার রাতে পারকুকরালি ঈদগা মাঠে পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মাষ্টার বদিউজ্জামান, ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল হান্নান, সেক্রেটারী প্রভাষক আমিরুল ইসলাম প্রমূখ।
শুক্রুবার দিনভর সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক শহরের ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে গণসংযোগ, মহিলা সমাবেশ, পথসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
৫/১২/২৫

 

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *