রাঙ্গুনিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিন হোটেলে তালা ঝুলিয়েছেন স্থানীয়রা

ক্রাইমবার্তা রির্পোটঃট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনটি আবাসিক হোটেলে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুপুরের পর ওই এলাকায় প্রতিবাদ সমাবেশও হয়।

তালা ঝুলিয়ে দেওয়া প্রতিষ্ঠান তিনটি হলো ভাই ভাই বোর্ডিং, মেঘনা বোর্ডিং ও আজহার হোটেল। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব হোটেলে দীর্ঘদিন ধরে ‘অনৈতিক কর্মকাণ্ড’ চলে আসছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মেঘনা বোর্ডিংয়ের মালিক মো. আবসার প্রথম আলোকে বলেন, তাঁর হোটেলে এ ধরনের কর্মকাণ্ড হয় না। অন্য হোটেলগুলোতে হয়। সেগুলোর সঙ্গে তাঁর হোটেলেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হক বলেন, লিচুবাগান ছাড়াও আশপাশের এলাকার বেশ কয়েকটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এসব অবৈধ ব্যবসার বিষয়ে ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর হাতেনাতে প্রমাণ পেয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট হোটেলগুলোতে তালা ঝুলিয়েছেন। মুচলেকা দিয়ে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে হোটেলের মালিকেরা প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তারপরও অনৈতিক কর্মকাণ্ড চলতে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় হোটেলগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘স্থানীয় লোকজনের আবাসিক হোটেলে তালা ঝোলানোর বিষয়টি শুনেছি। এসব হোটেলে কোনো অনৈতিক কর্মকাণ্ড হওয়ার অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

Please follow and like us:

Check Also

উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় শ্রমিক কল্যান ফেডারেশনের মে দিবস পালন

সাতক্ষীরা সংবাদদাতাঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার উদ্যোগে উপজেলা গুলোতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।