সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশকে সিঙ্গাপুরের মত পরিবর্তন করতে হলে জামায়াত ইসলামকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা জেলার সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেক। সোমবার (৮ ডিসেম্বর) দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তবে তিনি বলেন, জামায়াত ইসলাম একটি ইসলামি দল। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা জেলার সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জামায়াত ইসলাম একটি সামাজিক দল। এই দলে নেই কোন বৈষম্য। এই দল সর্বদা দেশ ও দেশের মানুষের ভাল চেয়েছেন। যে কারনে বিভিন্ন সময় এই দলের সর্বচ্চো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। আমাদের উপর বার বার জুলম, নির্যাতন করা হয়েছে। জামায়াত নেতারা হাসি মুখে মৃত্যু মেনে নিয়েছে। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। বিগত দিন সাতক্ষীরার দেবহাটায় অনেক কর্মীকে হত্যা করা হয়েছে। অনেকজনকে পঙ্গু করে দিয়েছে। আজকে তারা পালিয়ে গেছে। কিন্তু আমরা দেশ ছেড়ে কোথাও যায়নি।
তিনি আগামীর নির্বাচনকে উদ্দেশ্য করে বলেন, আমরা সত্যিকারে সোনার বাংলা গড়তে চাই। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। বাংলাদেশ জামায়াতের কয়েকজন নেতা বিগতদিনে দেশের নিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তাদের নামে একটি টাকাও ঘুষ, দূর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তাই জামায়াত ইসলামকে জয় করতে পারলে এদেশের মানুষ শান্তিতে থাকবে। দেশের উন্নয়ন হবে। আমরা কেবল মহান আল্লাহকে ভয় পাই। সেজন্য আমাদের দিয়ে লুটপাট, ঘুষ, দূর্নীতি হবে না। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াত ইসলামকে ভোট দিয়ে সংসদে পাঠান।
সভায় দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহ-সেক্রেটারী ওমর ফারুক, জেলার অন্যতম সদস্য আসাদুজ্জামান মুকুল।
উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইউসুফ আলী, উপজেলা শিবির উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, কুলিয়া ইউনিয়ন আমীর আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, সখিপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সুপার ইয়াকুব আলী, সখিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, দেবহাটার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক তরফদার, কুলিয়া ইউনিয়ন সেক্রেটারী হাফেজ সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন সেক্রেটারী রাকিবুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়ন সেক্রেটারী আনিছুর রহমান বকুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মহিউদ্দীন মাহমুদ, সহকারী সেক্রেটারী ইসরাঈল আশেকী মাগফুর, মাওলানা দেলওয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ মাও: শামসুল আরিফ, দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা সদর ইউনিয়ন আমীর মো. আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। মহিলা সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
ক্রাইম বার্তা