কুখরালীতে গোলাম রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের কুখরালীতে উৎসবমুখর পরিবেশে গোলাম রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। ৮ ডিসেম্বর (সোমবার) বেলা ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।

মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্বে ও  মাদ্রাসার সেক্রেটারী বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম বাবু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জি.এম. মোশাররফ হোসেন বলেন,“গোলাম রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মতো প্রতিষ্ঠান শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং সমাজের মানবিক ও নৈতিক উন্নয়নের মূলধারা গড়ে তোলে। শিশু ও তরুণরা এখানে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ শিখবে। এতিমখানার শিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও দায়িত্ববোধ সমাজকে শক্তিশালী ও উন্নত করবে। স্থানীয় প্রশাসন, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান সফল হবে এবং সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আমাদের প্রত্যেকের উচিত শিক্ষার্থী ও এতিমদের পাশে দাঁড়ানো এবং তাদের উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়া।”

এসময় আরও উপস্থিত ছিলেন, শেখ মনিরুজ্জামান, মোকছেদ আলী, আলহাজ্ব আহম্মদ আলী, আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ, মোঃ মিজানুর রহমান, নেসার আলী, মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ আরিফ বিল্লাহ, মোঃ আব্দুল খালেক, কাজী মোজাম্মেল হক, ক্বারী আবু সাঈদ, মুন্সি আবুল বাসার, ৬নং ওয়ার্ড কাউন্সিলার শেখ মারুফ আহমেদ, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ হোসেন, সাইফুল ইসলাম, আজম হোসেন, ফারুক হোসেন, মাজেদ আলী, সাইদুর রহমান, আব্দুল আজিজ, ইমাম হোসেন প্রমুখ।
ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা  করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *