‘সিরিয়ায় ৩ বছরের রুশ অভিযানে ৮৬ হাজার সন্ত্রাসী নিহত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় রাশিয়ার সন্ত্রাস-বিরোধী অভিযানে গত কয়েক বছরে ৮৬ হাজারেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে প্রকাশ-করা এক প্রতিবেদনে বলেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে রাশিয়া। আর সে সময় থেকে বিমান ও যুদ্ধ-জাহাজ থেকে পরিচালিত রুশ অভিযানগুলোতে নিহত হয়েছে ৮৬ হাজারেরও বেশি সন্ত্রাসী।

নিহত সন্ত্রাসীদের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর ও রাশিয়ার চার হাজার ৫০০ নাগরিকও রয়েছে।সিরিয়ার সন্ত্রাস-বিরোধী রুশ অভিযানে সন্ত্রাসীদের ৬০০’রও বেশি ট্যাংক এবং নয় হাজার ৭০০ সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

রুশ অভিযানগুলোতে সন্ত্রাসীদের এক লাখ বিশ হাজারেরও বেশি ঘাঁটি বা কেন্দ্র ধ্বংস হয়েছে। এসবের মধ্যে রয়েছে অস্ত্র ও গোলা-বারুদের গুদাম এবং প্রশিক্ষণ কেন্দ্র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে অংশ নিয়েছে রাশিয়ার ৮৬টি যুদ্ধ-জাহাজ ও ১৪ টি সাবমেরিন এবং সেসব সিরিয়ার উপকূলে ১৮৯টি অভিযান পরিচালনা করেছে।

সিরিয়ায় সামরিক অভিযানের জন্য আসা রুশ সেনাদের বেশিরভাগই গত শীতকালে সিরিয়া ত্যাগ করেছে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ।

সিরিয়ায় ইসরায়েল-বিরোধী আসাদ সরকারকে উৎখাতের জন্য সৌদি আরব, মার্কিন সরকার ও  ইসরায়েলের মিত্র শক্তিগুলোর মদদপুষ্ট নানা সন্ত্রাসী গোষ্ঠী ২০১১ সালে সন্ত্রাসী তৎপরতা শুরু করে। ইসরায়েলকে নিরাপদ রাখাই ছিল তাদের সন্ত্রাসী তৎপরতার মূল লক্ষ্য। কিন্তু তারা সিরিয়া থেকে প্রায় পুরোপুরি নির্মূল হওয়ার পথে রয়েছে বলে সাম্রাজ্যবাদীদের সেই লক্ষ্য ও আশা ব্যর্থ হয়েছে।

সম্প্রতি রুশ সেনাসূত্রের খবরে বলা হয়েছে সিরিয়ার ৯৬ শতাংশ অঞ্চল এখন সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত।

Please follow and like us:

Check Also

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইইউ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইউরোপীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।