শ্যামনগরে পথ নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আটক ৯

চলাচলের পথ সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগরে ছুরিকাঘাতে মোঃ গোলাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাবাখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গোলাম হোসেন জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে গোলাম হোসেনের সঙ্গে প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম ও রেজাউলদের বিরোধ চলছিল। এ নিয়ে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা সেখানে হাজির হননি। পরে তিনি সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন। মামলার নোটিশ পাওয়ার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

ঘটনার দিন সকালে গোলাম হোসেন বাড়ির পাশ্ববর্তী মুরগির খামারের কাছে গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল ও রেজাউল ইসলাম অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা তাকে বুকে ও পিঠে ছুরিকাঘাতসহ লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শ্যামনগর থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে এমান আলী মোড়লের ছেলে সাবেক জলদস্যু সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), বদর গাজীর রেজাউল (৫৫), রেজাউলের স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী, সাইফুলের মা সফুরা, ফারুকের স্ত্রী জহুরাসহ মোট নয়জনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়।

আটকের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *