কলারোয়ায় গনতন্ত্র দিবসে নেতৃবৃন্দ ‘৫ই জানুয়ারী বিএনপি গনহত্যা চালিয়েছিল?

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, 19সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্রকে হত্যা করার উদ্দেশ্যে আন্দোলনের নামে বিএনপি ৫ই জানুয়ারি গনহত্যা চালিয়েছিল। সেই পরিস্থিতি অত্যন্ত যোগ্যতার সঙ্গে মোকাবিলা করে শেখ হাসিনা দেশকে রক্ষা করেছিল। বৃহস্পতিবার বিকালে গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র‌্যালী পৌরসদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্বরে এসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বপন এসব কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে আওয়ামীলীগ সভাপতি আর বলেন, আবার তারা পানি ঘোলা করতে চায়। আন্দোলনের নামে মানুষ হত্যা করতে চায়। যেমনি ভাবে ২০১৫ সালে গনতন্ত্রের কালো দিবস পালনের নামে নিরিহ মানুষগুলোকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। এই দেশে আর কোন গনহত্যা করতে দেওয়া হবে না। এই দেশের অগ্রগতি ও অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না। দু-দুবার শিক্ষা দেওয়া হয়েছে। যদি শিক্ষা না পেয়ে থাকেন তাহলে ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ তাদের চিরদিনের মতো গনতন্ত্রের শিক্ষা দিয়ে দেবে। আমরা আশা করি বিএনপি আর সন্ত্রাসের পথে যাবে না, নাশকতার পথে যাবে না। যদি যায় তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরাফাত হোসেনের পরিচালনায় গনতন্ত্র দিবসের আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউপি চেয়ারম্যানগন রবিউল হাসান, মাস্টার নুরুল ইসলাম,এস এম মনিরুল ইসলাম, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, মনিরুল ইসলাম মনি, আসলামুল আলম খান আসলাম, আফজাল হোসেন হাবিল, শামছুদ্দীন আল মাসুদ বাবু, মাহবুবুর রহমান মফে, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, আব্দুর রহমান, মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন,সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, পৌর যুবলীগের যুগ্œ-সম্পাদক শামিমুল ইসলাম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, ছাত্রনেতা শেখ মারুফ আহম্মেদ জনি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হোটেল রেস্তোরা ও বেকারি শ্রমিক ইউনিয়ন ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১১তম বছর পূর্তি উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।