শ্যামনগরে দোলন চেয়ারম্যান, সাঈদ ও ডলি ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ক্রাইমর্বাতা রিপোট: শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ২৪ মার্চ রোববার সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে উপজেলার ১২টি ইউনিয়নে ৮৯টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীক নিয়ে ৭২ হাজার ৫শত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গণি দোয়াত কলম প্রতীকে নিয়ে ১০ হাজার ৯শত ৬৮ ভোট পেয়েছেন, লাঙ্গল প্রতীক নিয়ে এড. আজিবর রহমানর ৯৬৪ ভোট পেয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩২ হাজার ৮শত ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স.ম. আব্দুস সাত্তার তালা প্রতিক নিয়ে ২৪ হাজার ভোট পেয়েছেন, উড়োজাহাজ প্রতীক নিয়ে শেখ মিজানুর রহমান ৯ হাজার ৬৪ ভোট, চশমা প্রতীক নিয়ে শেখ ফারুক হোসেন ৯৫৭ ভোট পান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আইয়ুব ডলি ৪৫ হাজার ৯শত ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাপিয়া হক ১৫ হাজার ৪শত ৯৯ ভোট পেয়েছেন, পদ্মফুল প্রতীক নিয়ে নুরজাহান পারভীন ঝর্ণা ১৩ হাজার ১শত ভোট, ফুটবল প্রতীক নিয়ে নাফিজা সুলতানা ৮ হাজার ৪৬ ভোট পান।


Please follow and like us:

Check Also

খাবার স্যালাইন বিতরণ কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর

সারা দেশের মতো কলারোয়াতেও তীব্র তাপদাহ চলছে। গরমে সবারই হাঁসফাঁস অবস্থা। তবে থেমে নেই জনজীবন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।