কলারোয়ার করোনা আক্রান্ত দম্পতি সুস্থ

ক্রাইমবার্তা রিপোটঃ  কলারোয়ার প্রথম করোনা পজিটিভ শনাক্ত হওয়া দম্পতি করোনামুক্ত হয়েছেন। তাঁরা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. জিয়াউর রহমান সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, চন্দনপুর ইউনিয়নের ৬ রোগীর মধ্যে অপর ৪ জনও সুস্থতার পথে। ওই ৪ জনের ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে। পর পর দু’বার ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলে করোনামুক্ত ঘোষণা করা হয়। যেটি ঘটেছে কলারোয়ার প্রথম করোনা পজিটিভ হওয়া দাঁড়কি গ্রামের মাজেদুল ইসলাম (৩৬) ও তাঁর স্ত্রী মিমের (২২) ক্ষেত্রে। উভয় ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট তাদের নেগেটিভ এসেছে। ফলে এই দম্পতি করোনা জয় করলেন। রোববার তাদের দ্বিতীয় দফার রিপোর্ট পাওয়া যায় বলে ইউএইচ এন্ড এফপিও ডা: জিয়াউর রহমান জানান। তিনি আরও জানান, চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের ইব্রাহিম (২১) এবং নাথপুর গ্রামের পল্লী চিকিৎসক আবুল কালাম ওরফে সালেহ (৫২), তাঁর স্ত্রী সালেহা (৪০) ও ছেলে খালিদুর (২২)- এই ৪ জনের ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ এসেছে। এই ৪ জনের ফের নমুনা সংগ্রহ করে দ্বিতীয় ফলোআপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন এই রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। প্রসঙ্গত, গত ১৬ মে চন্দনপুরের দাঁড়কি গ্রামের মাজেদুল ইসলাম (৩৬) ও ২০ মে তাঁর স্ত্রী মিম (২২) করোনা আক্রান্ত হন। এক মাসের ব্যবধানে তাঁরা দু’জনেই করোনামুক্ত হলেন। প্রাণঘাতী করোনাকে জয় করে এই দম্পতি এখন সুস্থ ও স্বাভাবিক ফিরে এলেন। উল্লেখ্য, গত এক মাসে কলারোয়া উপজেলায় ১১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরমধ্যে চন্দনপর ইউনিয়নে ৬, দেয়াড়া ইউনিয়নে ২, জালালাবাদ ইউনিয়নে ১, কলারোয়া পৌরসভা এলাকায় ১জন ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জন।

Please follow and like us:

Check Also

খাবার স্যালাইন বিতরণ কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর

সারা দেশের মতো কলারোয়াতেও তীব্র তাপদাহ চলছে। গরমে সবারই হাঁসফাঁস অবস্থা। তবে থেমে নেই জনজীবন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।