সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছে। শুক্রবার ( ৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা—আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক পিকআপটি আটক করেছে। নিহত বৃদ্ধের নাম মো. সুলতান আলী (৬৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোখলেসুর রহমান জানান, মাদুর ব্যবসায়ী বৃদ্ধ সুলতান আলী একটি ভ্যানে সাতক্ষীরা থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা—আশাশুনি সড়কের দোহাকুলার মোড়ে হেলালের ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যান আরোহী বৃদ্ধ ছিটকে রাস্তার উপর পড়ে গেলে পিকআপ তার গায়ের উপর দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয় ভ্যানচালক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
৭/৪/২৫

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *