অভয়নগরে শ্রমিকবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে বাড়িসহ বৈদ্যুতিক খুঁটিতে আঘাত : ক্ষয়ক্ষতি

বিলাল মাহিনী (অভয়নগর যশোর) যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া – সিংগাড়ী সড়কের পাইকপাড়া চোরাস্তা সংলগ্ন গোবিন্দ দাসের বাড়ি ও বৈদ্যুতিক খুঁটিতে গতকাল শনিবার দুপুরে ফুলতলার আইয়ান জুট মিলের শ্রমিকবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাত হানে। বাস নাম্বার ঢাকা মেট্রো- ব -১১-০৭৪৬। আঘাতের ফলে বৈদ্যুতিক পিলার সম্পুর্ণ ভেঙ্গে গিয়ে ৩/৪ টুকরা হয়ে যায় এবং গোবিন্দ দাসের রান্নাঘরের অর্ধেকাংশের খুঁটি,ঘরের চালা এবং বেড়া ভেঙ্গেছে।তবে শ্রমিকবাহি বাসের যাত্রী এবং বাড়ির লোকজনের হতাহতের ঘটনা ঘটেনি। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং বাসের সামনে ডানপাশের নিচের অংশ দুমড়ে মুচড়ে গেছে আর সামনের গ্লাসের উপরের বামপাশ ভেঙ্গে ঝরে পড়েছে।ঘটনাস্থলে গিয়ে আইয়ান জুট মিলের ট্রান্সপোর্ট ইনচার্জ শুভ এর কাছ থেকে জানা যায়, বাসের সামনের ডান চাকার টায়ারের রড ভেঙ্গে যাওয়ায় স্টিয়ারিং কাজ না করায় গাড়ী ডানে টার্ণ নিয়েছে তাই অনাকাঙ্খিত এ দুর্ঘটনা ঘটে গেছে এবং ড্রাইভারের মাথায় আঘাত লেগেছে। ক্ষতিগ্রস্থ পরিবার বাস কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

Please follow and like us:

Check Also

জাতিকে সঠিক পথ দেখাতে উলামায়ে কেরামগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে- মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সম্মানিত উলামায়ে কেরামগণ আপনাদেরকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।