দেশকে আত্ননির্ভরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে দায়িত্ব নিতে হবে: মুহাম্মদ সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গণমানুষের কল্যাণ ও মুক্তির জন্য দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল শনিবার আন্তজার্তিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এক অনলাইন আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল,সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,ডা.মাহমুদুর রহমান,এড. আব্দুস সুবহান মুকুল, নূরুল আফসারসহ অনেকে বক্তব্য রাখেন।
সেলিম উদ্দিন বলেন, দেশকে সমৃদ্ধ, আতœনির্ভরশীর ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে দায়িত্ব নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশের ক্ষেত্রে যুবসমাজের জন্য পর্যাপ্ত বিনিয়োগ করা দরকার। যুবসমাজের মাঝে আল্লাহ ভীতি অর্জন করতে পারলে তারা মাদকের দিকে ধাবিত হবে না। একই সাথে এসব যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা মাদকের পিছনে দৌড়াবে না। প্রেসবিজ্ঞপ্তি।

Please follow and like us:

Check Also

দেবহাটায় জামায়াতের বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

বুধবার (১ মে) সকালে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, দেবহাটা, ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বেশ কয়েকটি স্পটে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।