কলারোয়ায় ছিনতাই এর ঘটনায় পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ছিনতাই এর ঘটনায় পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে থানায়  মামলা হয়েছে। ভুক্তভোগী কামাল শেখ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৬ জি.আর ১১১ তারিখ ০৫ ই জুলাই। বিবাদীরা হলেন, কলারোয়া শহরের তুলসীডাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, একই এলাকার মৃত গোলাম বারীর ছেলে  মানিক, মৃত রউফ সরদার এর ছেলে রনি হোসেন এবং মৃত শামছুর হাজীর ছেলে তালহা।
ভুক্তভোগী কামাল শেখ বলেন, ৫ই আগষ্ট পরবর্তী সময় ধরে শুভ রাসেলসহ তার সন্ত্রাসী বাহিনী শান্ত কলারোয়াকে অশান্ত করে তুলেছে, তারা কলারোয়ায় ছাত্রদলের পরিচয় দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়াবহ ত্রাসের আতঙ্কে কেউ মুখ খুলতে চাই না। মাদক সেবনের টাকা যোগাতে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অন্যের জমি কন্ট্রাকে জবরদখল করে। এই অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের নামে থানায় অসংখ্য অভিযোগসহ মামলা রয়েছে। আমাকে রাস্তা থেকে লোহার রড, বাশের লাঠি, জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে ইজিবাইকে তুলে তুলশীডাঙ্গা মৎস্য ঘেরের পাশে আম বাগানে নিয়ে আমার গেঞ্জির পকেট থেকে ৫৬ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা রক্তাক্ত জখম করে। শুধু তাই নয় আমার হত্যার উদ্দেশ্যে জিআই পাইপ দিয়ে কানে বাড়ি মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছে। একই সাথে খুন করে গুম করে দিবে বলে হুমকি দিয়েছে। যে ঘটনায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প সাতক্ষীরা ইনচার্জ এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এর কাছে অভিযোগ দিয়েছি। আসামিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শুভ রাসেল ও মানিক এর নেতৃত্বে প্রতিনিয়ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটু অবস্থা ভালো সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। তাদের দাবিকৃত টাকা দিতে পারলে ভালো না দিলে মারধর হুমকি ধামকি অব্যাহত রাখে। এদের কার্যক্রমে আমরা খুব ভীত হয়ে পড়েছি। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি এই সন্ত্রাসী চক্রটির বিরুদ্ধে  অতিদ্রুত তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।এ ঘটনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি সরেজমিন বার্তা প্রতিবেদক কে জানান,  গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *