জেলায় এই প্রথম ভাসমান খাঁচায় মাছ ও সবজি চাষ করে স্বাবলম্বী ফিংড়ির শাহদাৎ হোসেন

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ সাতক্ষীরায় এই প্রথম  ভাসমান খাঁচায় মাছ ও সবজি চাষ করে স্বাবলম্বী ফিংড়ির শাহদাৎ হোসেন । তার  সফলতার দৃশ্যপট দেখে এলাকার অনেক চাষী এ পদ্ধতির  প্রতি মনোযোগ দিচ্ছে। জেলায় জলাবদ্ধতার কারণে 25চাষীরা যখন অনেকটা ক্ষদিগ্রস্থ ঠিক তখনই কৃষকরা ভাসমান খাঁচায় মাছ চাষ ও সবজী চাষে উদ্বুদ্ধ হচ্ছে। চাষীদের সঙ্গে কথা বলে জানা যায় ব্লু-গোল্ড নেদারল্যান্ডের অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের কারিগরী সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে ২০১৬ সাল থেকে ফিংড়ি ও ধুলিহর ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ চাষীরা ভাসমান খাঁচায় মাছ ও সবজি চাষ করে আসছে।  তাদেরকে প্রথমে তেলাপিয়া ও কৈ মাছ এবং মাছের খাবার প্রদান করে ।  যা থেকে তারা  তেলাপিয়া মাছ বিক্রি করে এক একজন চাষী ২০ থেকে ২৫ হাজার টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে। চাষী শাহদাৎ হোসেন বলেন সুশীলনের মাধ্যমে ০১ ঘণমিটারের ০২ দুটি বাশের এবং ৯ ঘণমিটারের ১টি লোহায় খাচায় মোট ১৮শ পিচ তেলাপিয়া মাছ চাষ করে ২৫০ কেজী মাছ বিক্রি করে ২১ হাজার দুশত পঞ্চাশ টাকা পায়। বর্তমানে খামারে যে মাছ আছে অল্পদিনের মধ্যে মাছ বিক্রয় করে খুব লাভবান হবেন বলে তিনি জানান। তার  মাছ চাষের  পাশাপাশি সবজির উৎপাদনও  খুব ভাল হয়েছে। পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে চাষীরা । উদ্বুদ্ধ চাষীরা বলেন সুশীলনের মাধ্যম প্রশিক্ষণ নিয়ে এ পদ্ধতিতে মাছ ও সবজি চাষ করলেও এখন কোন বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠান আমাদের
সহযোগিতা না করলেও আমরা ভাসমান খাচায় মাছ চাষ অব্যাহত রাখব।

Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।