‘মাহমুদ আব্বাসকে অবরুদ্ধ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল’

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের বাইরে যেতে দেয়া হচ্ছে না এবং তিনি ইসরাইলের হাতে বন্দি হয়ে পড়েছেন। এ খবর দিয়েছেন স্বশাসন কর্তৃপক্ষেরই একজন পদস্থ কর্মকর্তা।8

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইসরাইলি দৈনিক মাআরিভকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সম্প্রতি জেরুজালেম আল-কুদসে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল স্বশাসন কর্তৃপক্ষ তা বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে মাহমুদ আব্বাসের বিরুদ্ধ এ পদক্ষেপ নিয়েছে তেল আবিব।

ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ প্রকাশ্যে ইসরাইল বিরোধী অবস্থান নিলেও প্রকৃতপক্ষে এটি ইসরাইলের স্বার্থ রক্ষা করে। ইহুদিবাদীদের সঙ্গে তাল মিলিয়ে মাহমুদ আব্বাসের স্বশাসনক কর্তৃপক্ষ গাজা উপত্যকার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে।

কিন্তু ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ যদি তেল আবিবের হাতের ইশারায় কাজ করতে ব্যর্থ হয় তখনই ইসরাইলি কঠোর পদক্ষেপের সম্মুখীন হয়। এর আগে এই কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বিরুদ্ধেও একইরকম ব্যবস্থা নিয়েছিল ইহুদিবাদী ইসরাইল।-পার্স টুডে

Please follow and like us:

Check Also

হামাস-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা শিগগিরই

দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস শনিবার জানিয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।