ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর

  1. ক্রাইমবার্তা রিপোর্ট;  ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি দায়িত্ব ভার গ্রহন করলো। একই সাথে বিদায় নিলো সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারন সম্পাদক আবদুল বারীর নেতৃত্বাধীন পুরাতন কমিটি। অভিষিক্ত হলেন, নতুন সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপীর নেতৃত্বাধীন ১৩ সদস্যের নতুন কমিটি।
  2. শুক্রবার বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া। এ সময় বিদায়ী ও নতুন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য সাংবাদিকরা।
    দায়িত্ব হস্তান্তর কাগজে স্বাক্ষরের পর বিদায়ী কমিটির সাধারন সম্পাদক আবদুল বারী বলেন, বছরব্যাপী পথ পরিক্রমায় অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। একই সাথে প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং উৎকর্ষ সাধনে সবার সাথে সমন্বয় করে যে সব ভালো উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করা হয়েছে তার সফলতা ও কৃতিত্ব সব সদস্যের। তিনি বলেন এখন থেকে কমিটিতে না থাকলেও প্রেসক্লাবের কল্যাণে সাধ্য মতো যা করার দরকার তা অবশ্যই করবো।
    এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সুভাষ চৌধুরী, সিনিয়র সংবাদিক কল্যাণ ব্যানাজী, সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি ও কালিদাশ রায়, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সাংবাদিক দিলিপ কুমার দেব, আসাদুজ্জামান, আব্দুল গফুর সরদার, শেখ তানজির আহমেদ, এস এম শহিদুল ইসলাম ও আব্দুল ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ।
    উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে সাতক্ষীরা প্রেসক্লাবে যারা দায়িত্ব লাভ করেছেন তারা হলেন সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল। এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও জিএম আদম শফিউল্লাহ ।
Please follow and like us:

Check Also

আশাশুনিতে ইসতেসকার নামাজ আদায়

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনার নামাজ ইসতেসকার নামাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।