ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:তামিমদের চিটাগাং ভাইকিংসকে বিপিএল আসর থেকে বিদায় করে ফাইনালের পথ রইল রাজশাহী কিংস। আজ মিরপুরে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে রাজশাহী জিতেছে ৩ উইকেটে।
প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং করেছিল ৮ উইকেটে ১৪২ রান। জবাবে রাজশাহী ১৮.৩ ওভারেই জয় তুলে নেয়।
প্রথমে নুরুল হাসানের অনবদ্য ৩৪ এবং তারপর ড্যারেন স্যামির দুর্দান্ত হাফসেঞ্চুরি তাদেরকে এই দারুণ জয় এনে দেয়।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ এলিমিনেটর ম্যাচে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান রাজশাহীর অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। আগের চার ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট হাতে সাফল্য পাননি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। তাই এ ম্যাচে তাকে ওপেনার হিসেবে ব্যবহার করেনি চিটাগাং।
তাই উদ্বোধনী জুটিতে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী হন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। গত ২২ নভেম্বরের পর আবারো চিটাগাংয়ের হয়ে খেলার সুযোগটা কাজে লাগাতে পারেননি স্মিথ। ৫ বল খেলে শূন্য হাতে ফিরেন তিনি।
এরপর তৃতীয় ওভারেই তামিমের সঙ্গী হন গেইল। সঙ্গী হিসেবে গেইলকে পেয়ে রান তোলায় মনোযোগী হন তামিম। এতে সাহস বাড়ে গেইলের। তাই রাজশাহীর বোলারদের উপর চড়াও হন তামিম ও গেইল। ফলে দ্বিতীয় উইকেটে মাত্র ৫০ বলে ৭৪ রান যোগ করেন তারা। গেইলকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন। ৫টি ছয় ও ২টি চারে ৩০ বলে ৪৪ রান করেন গেইল।
দলীয় ৮২ রানে গেইল ফিরে গেলেও, এবারের আসরে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম। তবে হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংস খুব বড় করতে পারেননি তিনি। ৬টি চারে ৪৬ বলে ৫১ রান করেন তামিম। দলপতির আগে ১২ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানের শোয়েব মালিকও। ফলে চাপে বেশ চাপে পড়ে চিটাগাং।
অবশ্য পরে সেই চাপ দূর করতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। তাই বড় স্কোরের পথ তৈরি করেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪২ রানের সংগ্রহ পায় চিটাগাং। শেষ ৩১ বলে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ৩০ রান যোগ করতে পারে চিটাগাং। রাজশাহীর সফল বোলার ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নেন। এছাড়া ফরহাদ রেজা ২টি ও ফ্রাঙ্কলিন ১টি উইকেট নেন। আগের ম্যাচের আফিফ হোসেন এ ম্যাচে বল হাতে ছিলেন ব্যর্থ। ২ ওভারে ২৫ রান দিয়েছেন তিনি।