৩০৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দিনের বাকি খেলা হলো না। আজকের দিনের মত সমাপ্তি টানলেন অ্যাম্পায়ার। এখনো ৩০৩ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। তবে হাতে আছে আরো ৭টি উইকেট।

টম ল্যাথামের শতকের সুবাদে দ্বিতীয় সেনসেশনটি পুরো নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ২৯২ রান।

ল্যাথাম ও হেনরি নিকোলস জুটির সংগ্রহ ছিল ৮৭ রান।

রেকর্ডগড়া জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

শুক্রবার দিনশেষে টাইগারদের সংগ্রহ ছিল ৫৪২ রান। আজ শনিবার সকালে ব্যাট করতে নেমে অর্ধশত করেন সাব্বির রহমান। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত। ৮৬ বলে ৭ বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেন তিনি।

এরপর ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্পিন দিয়ে বোলিং আক্রমণ শুরু করে নিউজিল্যান্ডকে চমকে দেয় বাংলাদেশ। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ উইকেট পেতে পারতেন নিজের দ্বিতীয় ওভারে। একটুর জন্য স্লিপে যায়নি জিত রাভালের ক্যাচ।

এছাড়া টেস্টে নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদও। সাব্বির রহমান স্লিপে রাভালের ক্যাচ ছাড়ায় তা আর হয়নি।

নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটান কামরুল ইসলাম রাব্বি। ১৬তম ওভারের প্রথম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান জিৎ রাভেলকে সাজঘরে ফেরান তিনি। কামরুলের বল অফ স্টাম্পের বাইরের বলে ইমরুল কায়েসকে সহজ ক্যাচ দেন জিৎ।

পরের উইকেটটি শিকার করেন অভিষিক্ত বোলার তাসকিন আহমেদ। লম্বা বিরতির পর বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন তিনি। কামরুলের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটটি নিয়ে স্বাগতিকদের আবার চাপে ফেলে দেন।

লম্বা বিরতির পর নিজের দ্বিতীয় উইকেটটি শিকার করেন কামরুল। সেটাও ওভারের প্রথম বলে। ৪৭তম ওভারের প্রথম বলেই আঘাত হানলেন তিনি। ফেরালেন রস টেইলরকে। ব্যক্তিগত ৪০ রানে মাহমুদুল্লাহর বলে তালুবন্দি হন তিনি।

এরপর দীর্ঘ সময় উইকেট খরায় ভুগে বাংলাদেশ। ৮৭ রানের জুটি গড়ে ফেলে ল্যাথাম-নিকোলস। কাল ১১৯ রান নিয়ে ব্যাট করতে নামবে ল্যাথাম এবং ৩৫ রান নিয়ে নিকোলস।

Please follow and like us:

Check Also

২৮শে এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাসের পরিকল্পনা

আগামী ২৮শে এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।