ক্রাইমবার্তা রিপোট:মালয়েশিয়া থেকে আসা নড়াইলের জোবায়ের আক্তারের পেট থেকে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস।
শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যাত্রী জোবায়েরকে গ্রিন চ্যানেল এলাকায় চ্যালেঞ্জ করার পর ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জোবায়ের আক্তারের বাড়ি নড়াইল। তিনি সকালে মালয়শিয়া থেকে ঢাকায় আসেন। প্রথমে চ্যালেঞ্জ করলে তিনি অস্বীকার করেন। পরে এক্স-রে করার পর পেটে সোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর প্রাকৃতিক পদ্ধতিতে পানি খাইয়ে, শারীরিক কসরত শেষে পেট থেকে ১৫টি স্বর্ণের বার বের করা হয়। দেড় কেজি ওজনের সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য ৭৫ লাখ টাকা। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।