ট্রাম্পের আচরণে ক্ষুদ্ধ হয়ে অস্কার বয়কট করলেন ইরানের অভিনেত্রী

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ডোনাল্ড ট্রাম্পের কৃতকর্মের বিরোধিতায় সরব হলেন ইরানের জনপ্রিয় তারকা অভিনেত্রী তারানে আলিদুসতি।
11
অস্কার মনোনীত বিদেশি ছবি দ্য সেলসম্যান-এ অভিনয় করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানিয়ান ভিসা ব্যানের বিষয়টির বিরোধিতা করে অস্কার অনুষ্ঠানে থাকবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তারানে আলিদুসতি।

তবে তিনিই প্রথম নন যিনি এই নীতির বিরোধিতা করলেন।

উল্লেখ্য, ইরানসহ মোট সাতটি মুসলিম অধ্যুষিত দেশের ভিসার অ্যাপ্লিকেশন এক মাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

তবে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, তার উদ্দেশ্য মুসলিম নিষিদ্ধকরণ নয়, সন্ত্রাসদমনই তার আসল উদ্দেশ্য।

Please follow and like us:

Check Also

৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল!

দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবরে ৩৯২টি লাশ শনাক্ত করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।