টিআইবিকে ক্ষমা চাইতে হবে : হাছান মাহমুদ

ক্রাইমবার্তা রিপোট:পদ্মা সেতু বন্ধের ষড়যন্ত্রের জন্য টিআইবিকে জাতির সামনে ক্ষমা চওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

তিনি বলেছেন, এক সময় টিআইবি পদ্মা সেতু বন্ধ করার করার জন্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে সুর মিলিয়ে বিবৃতি দিয়েছিল। কানাডার আদালতের রায়ের পর টিআইবি এখন সুর পাল্টিয়েছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তা ও এদেশের কিছু ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ করেছিল। এমনকি বিশ্বব্যাংক কানাডার আদালতে মামলা দিয়েছিল। কিন্তু কানাডার আদালতে দুর্নীতি প্রমাণ হয়নি। কানাডার আদালতের রায়ে অভিযোগকে মনগড়া, বানোয়াট, গুজব ও অনুমান নির্ভর বলা হয়েছে।
তিনি বলেন, এতদিন সরকারের পক্ষ থেকে আমরা পদ্মা সেতু নিয়ে যা বলেছি তা প্রমাণ হয়েছে। এ রায় বিশ্বব্যাংকের গালে চপেটাঘাত দিয়েছে।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।