সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ২ জেলে অপহরণ

ক্রাইমবার্তা রিপোট: ২৪ মার্চ ২০১৭,শুক্রবার:বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল থেকে দুই জেলেকে অপহরণ করেছে । খবর অনলাইন সংবাদ মাধ্যমের। এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে আজ শুক্রবার ভোরে তাদের অপহরণ করা হয়।

এর আগে গত বুধবারও (২২ মার্চ) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙ্গা নদী থেকে দেড় লাখ টাকা মুক্তিপণের দা‌বিতে তিন জেলেকে অপহরণ করেছিল রবিউল বাহিনী।35283376

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মন্ডলের ছেলে ফনি মন্ডল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার।

ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের মোনতেজ মোল্যার ছেলে করিম মোল্যা জানান, কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দবনের ভেতরে মাছ ধরতে যান তারা। ভোরে তারা বৈকারীর খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা ওই দুই জেলেকে অপহরণ করে।

শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কেউ কিছু জানাননি। জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

Check Also

২৮শে এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাসের পরিকল্পনা

আগামী ২৮শে এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।