ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আনুষ্ঠানিকভাবে ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন। লিসবন চুক্তির আর্টিকেল-৫০ অনুসারে ব্রেক্সিট বাস্তবায়নে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের হাতে একটি চিঠি তুলে দেয় ব্রিটেন।
এরপর থেরেসা মে কমন্সে আনুষ্ঠানিকভাবে লিসবন চুক্তির আর্টিকেল-৫০ সক্রিয় করার বিবৃতি পড়ে শোনানোর আগে ব্রিটিশ এমপিদের নানা প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে ১৪ জন এমপি কথা বলার সুযোগ পান। এর মধ্যে চতুর্থবারে বিরোধীদলীয় লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভুত এমপি টিউলিপ সিদ্দিককে কথা বলার সুযোগ দিলে তিনি পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের করা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন।
টিউলিপ বলেন, সকলের সামনের সাড়িতে বসা বরিস জনসন ব্রিটিশ নাগরিকদের দিকে বোকা হাসি দিচ্ছেন। প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, ব্রেক্সিটের ফলে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর প্রতিসপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড পাবে।
টিউলিপের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাউজ অব কমন্সের স্পিকার জন বেরকো রসিকতা করে বলেন, আসলে বরিস তার সহকর্মীদের সঙ্গে পূর্ণাঙ্গ আরাম নিয়ে বসে আছেন।
এরপর টিউলিপ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর কী পরিমাণ অর্থ পাবে জানতে চান। কিন্তু থেরেসা মে এর কোনো জবাব না দিয়ে নীরব থাকেন। সূত্র: মিরর, দি হাফিংটন পোস্ট, গার্ডিয়ান