শ্রমিক সমাবেশের অনুমতি পায়নি বিএনপি ২-৩ মে সমাবেশের পুনরায় অনুমতি চাইবো: মির্জা ফখরুল

ক্রাইমবার্তা রিপোট:: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ করতে চায় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রমিক সমাবেশের জন্য ইতিমধ্যে অনুমতি চাওয়া হয়েছে, তবে এখনও অনুমতি পাওয়া যায়নি। তাই আমরা পরবর্তীতে ২ অথবা ৩ মে সমাবেশের জন্য পুনরায় অনুমতি চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ সব কথা বলেন।11
বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রত্যাশা করি, সরকার শ্রমিক সমাবেশের ব্যাপারে সহযোগিতা করবে। আমরা (বিএনপি) কোনো প্রকার দ্বন্দ্বে যেতে চাই না। বরং গণতন্ত্রের পথে সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়। গণতান্ত্রিক পরিবেশ চাই।
দেশে সুশাসন নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের একটি বৃহত্তর অঞ্চলে বন্যার মতো এই দুর্যোগের সময় হাওরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশে বাইরে অবস্থান করা প্রমাণ করে দেশে এখন সরকার বলে কিছু নেই।
হাওর অঞ্চলে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, বন্যা দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরও আগেই যাওয়া উচিত ছিল। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Check Also

সাংবাদিককে কারাদণ্ড- ক্ষমতার অপব্যবহার কি না সেটা তদন্ত শেষে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য চাওয়ায় শেরপুরের সাংবাদিক শফিউজ্জামান রানাকে ছয় মাসের কারাদণ্ড দেয়ার ঘটনা ক্ষমতার অপব্যবহার কি না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।