তিনশ’ আসনে বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত: ফখরুল

ক্রাইমবার্তা রিপোট:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে অংশ নেয়ার জন্য বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এজন্য নির্বাচনকালীন সহায়ক সরকার এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আগামী নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, বিএনপি একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে অংশ নেয়ার জন্য বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত রয়েছেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।