টয়লেট না বানানোয় স্বামীকে ডিভোর্স!

ভারতে চলছে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘টয়লেট: এক প্রেম কথা’র রমরমা ব্যবসা। ইতিমধ্যে সিনেমাটি বক্স অফিসে হিট হিসেবে বিবেচিত হয়েছে। পার করেছে একশ’ কোটির মাইলফলক। সিনেমায় একটি গ্রামের পরিবারের নতুন বউয়ের টয়লেট না থাকার সমস্যা মোকাবেলা এবং একে ঘিরে নানা সামাজিক কু-সংস্কারের বিষয় তুলে ধরা হয়েছে।

তবে বাস্তবতা হলো আজও ভারতের বিভিন্ন গ্রামে নারীদের এমন সমস্যা মোকাবেলা করতে হয়।

এমনই এক ঘটনায়  শুক্রবার রাজস্থানের ভিলওয়ারার পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।

আদালত স্বামীর এই আচরণকে ‘নিষ্ঠুরতার পরিচয়’ এবং ‘নারীজাতির অপমান’ বলেও মন্তব্য করে। এই ধরনের ঘটনায় দেশে এই প্রথম বিবাহবিচ্ছেদ হল।

জানা যায়, ২০১১ সালে ভিলওয়ারার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় সমস্যায় পড়েন তিনি। পরিবারের সকলকেই প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে যেতে হত। প্রথম প্রথম পরিবারের অন্য নারীদের মতো তিনিও তাই করতেন। কিন্তু তা আর সহ্য হচ্ছিল না। এতে তিনি চূড়ান্ত অপমানিত বোধ করছিলেন। ফাঁকা স্থানে শৌচকর্ম করতে আত্মমর্যাদায় বিঁধছিল তার। তাই বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীকে বাড়িতে টয়লেট বানিয়ে দিতে অনুরোধ করেন। কিন্তু হাজার আকুতি-মিনতি করেও কাজ হয়নি।

পরে ২০১৫ সালে তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেন। টানা দু’বছর ধরে সেই মামলা চলে। সেই মামলারই রায় হয় শুক্রবার।

Please follow and like us:

Check Also

বেইজিং ঘনিষ্ট মুইজ্জুর জয়: ভারত থেকে আরও দূরে সরবে মালদ্বীপ

মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।