সাতক্ষীরায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চেঞ্জার গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন সংস্থা (হেড) এর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত যুবক-যুবতী (চেঞ্জার)দের সাথে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চেঞ্জার গ্রুপের সদস্য সিলভিয়া মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন  হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রহমান,    বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপারেশন পাল, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বল্লী ইউপি সদস্য মোঃ আমির উদ্দিন, লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম, চেঞ্জার সদস্য জয় সরকার, তানিয়া ও বাসনা। মতবিনিময় সভায় চেঞ্জার গ্রুপের সদস্যরা  লাবসা, বল্লী ও নগরঘাটা ইউনিয়নের জলাবদ্ধতা দুরিকরন, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধ, স্বাস্থ্য ও পুস্টি এবং সুপেয় পানির দাবি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করার আহবান করলে প্রধান অতিথি তাদেরকে তাদের এলাকার সৃষ্ট সমস্যাগুলোর তালিকা দিলে বিষয়গুলো বিবেচনার আশ্বাস প্রদান করে বলেন সাতক্ষীরাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি , অনাবৃস্টি ও পাহাড়ী ঢলে নদীগুলোতে পানির চাপ বৃদ্ধি পাওয়ার ফলে অনেক অঞ্চলে মারাত্মক   বর্নার পাশাপাশি জলাবদ্ধতা সৃস্টি হয়েছে। এছাড়া আমাদের দেশে বাল্যবিবাহ সমাজের একটি প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে। বাল্যবিবাহ রোধে আমরা অভিযান পরিচালনা করে বন্ধ করার পরেও অনেকে তাদের শিশু  সন্তানকে অন্যত্র নিয়ে গোপনে বিয়ে দিচ্ছে। যেটা স্থানীয় চেয়ারম্যান – মেম্বারদের দায় নিতে হবে । বাল্যবিবাহের আয়োজনকারী এবং এর  সাথে যারা জড়িত যদি ৫০০ লোক থাকে তাদের সকলকে আইনের আওতায় আনা যাবে সেটা যদি ১ বছর পরেও হয়। উপরোক্ত সকল বিষয়ে উত্তরন আমাদের  সমন্বিত প্রচেষ্টা ফলেই সম্ভব হবে, তানা হলে সমন্বিত প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি আরও  বলেন ইয়ংদের মধ্যেই আমি আগামী দিনের ভবিষ্যৎ দেখি। তাই আজকের যুবক-যুবতীদের  যার যার অবস্থানে থেকে পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিতদের প্রতিভা বিকাশে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলকে বাড়ীর আঙ্গিনায় সবজি চাষসহ ভার্মি কম্পোষ্টিং   সার তৈরি ও ভাসমান  বাগান, ঘাসচাষসহ দক্ষতাবৃদ্ধি  ও  আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়াতে উৎসাহ প্রদান করেন

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।