শ্যামনগরে একই পরিবারের ১০জনকে অচেতন করে ৯ম শ্রেণির ছাত্রী উধাও

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে পরিবারের ১০জনকে চেতনাশক ঔষধ সেবন করিয়ে প্রেমিকের সাথে অজানারা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক মাদ্রাসার ছাত্রী। স্থানীয় সূত্রে প্রকাশ, গত ৯ সেপ্টেম্বর বিকালে শংকরকাটি বাজার সংলগ্ন দেওল গ্রামে হাজী আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। হাজী আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলামের কন্যা জুলেখা আক্তার আখি (১৫) খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশ্র1ত করলে উহা খেলে তাদের মেহমানসহ পরিবারের ১০ জন পর্যায় ক্রমে অচেতন হয়ে পড়ে। অচেতন হয়ে পড়েন- হাজী আবুল কাশেমের পুত্র জহুরুল ইসলাম (আখির পিতা),আব্দুল কাদের(৩৭),পুলিশ কর্মকর্তা আব্দুল হাকিম(৩৫), সাইফুল ইসলাম বাচ্চু(২০),পৌত্র হোসাইন(৮), মহিলা সহ অপর ২ জন মেহমান। স্থানীয়রা রাতে তাদের কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ সুযোগে শংকরকাটি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী জুলেখা আক্তার আখি বাড়ি থেকে চলে যায়। গুমানতলী গ্রামের দাউদ আলীর পুত্র মোহন আলীর সাথে আখির প্রেমজ সম্পর্ক থাকায় দু‘জনই নিখোঁজ রয়েছে। আখির পরিবার জানিয়েছেন মোহনই তার মেয়ে কে নিয়ে নিখোঁজ রয়েছে। স্থানীয়রা আরো জানান, কাশিমাড়ীর ধোনাই সরদারের পুত্র রাজগুলের মটর সাইকেলে একটি মেয়ে ও একটি ছেলে দ্রুত চলে যেতে দেখেছে। এ ব্যাপারে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জাহাংগীর কবীর লাকী জানান, আমি এ ধরণের ঘটনা পথিমধ্যে জানার পরে জানতে পারলাম তারা সবাই শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শ্যামনগর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আনিসুর রহমান জানান, এ রোগীদের অবস্থার উন্নতির দিকে রয়েছে।

শ্যামনগরের সাংবাদিক আবু কওছারের মাতা-পিতা অসুস্থ্য

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গ্রাম্য ডাক্তার সমিতির শ্যামনগর সদর সভাপতি সাংবাদিক আলহাজ্ব আবু কওছারের মাতা পিতা দারুন অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আবু কওছারের মাতা আলেয়া বেগম(৭২) ব্রেণ স্ট্রোক জনিত এবং পিতা আলহাজ্ব নুর আলী (৯৮) বার্ধক্য জণিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থ্যতা কামনা করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক।

শ্যামনগরে প্রতিবন্ধী স্কুলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত2

শ্যামনগর ব্যুরোঃ গতকাল সকাল ১০ টায় শ্যামনগর বিশেষ প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র ডিডিসির সহযোগীতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি”। স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের প্রভাষক মোহিত কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আবু সাঈদ, স্কুলের প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম, এনাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এনামুল হক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহীনুর খান, সহকারী শিক্ষক আমিনুর রহমান, রুনা পারভীন, দেবাশিষ কুমার, বিলকিস পারভীন প্রমুখ। বক্তারা সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারুক হোসেন।
মোস্তফা কামাল
০১৭১৩-৯৯৩২৫০
১০/৯/১৭

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।