জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন: ফখরুল

ঢাকা: জাতীয় সংসদে জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যেকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী যে সব উক্তি করেছেন, তা মানহানিকর ও হীনরাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এই মিথ্যাচারের প্রতিবাদ, নিন্দা জানাচ্ছি এবং মিথ্যাচার থেকে বিরত থাকার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সমস্যার ব্যর্থটা ঢাকতেই প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।
ফখরুল বলেন, এই মিথ্যাচার শুধু মাত্র খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র নেতাদের ভাবমূর্তি বিনষ্ট করবার হীন উদ্দেশ্য করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষার কথা বলে। কার্যত তারা কোন ধর্মেই বিশ্বার করে না। দূর্গাপুজার প্রস্তুতি সভায় হামলা চালানোর সেটাই প্রমাণিত হয়েছে। এর মধ্যে দিয়ে তাদের ধর্মনিরপেক্ষতার মুখোশ উন্মোচন হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

ব্যারিস্টার খোকনের অব্যাহতি প্রত্যাহার

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। তাকে ফোরামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।