ডেস্ক: ভারতের মুম্বাইয়ের এলফিনস্টেশনে পদদলিত হয়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ওই হতাহতের ঘটনা ঘটেছে। রেলওয়ের এক মুখাত্র জানিয়েছেন, একই সময়ে চারটি ট্রেন রেলস্টেশনে এসে থামে।
সে সময় হুড়োহুড়ি এবং বৃষ্টির কারণে বেশ কয়েকজন নারী যাত্রী পা পিছলে পড়ে যান। এতে করে চারপাশে আরো বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে ২২ জন প্রাণ হারান।
পুলিশ কর্মকর্তা নিকেট কৌশিক বলেন, ২২ জনের মৃত্যু সঠিক কারণ আমরা তদন্ত করছি। দুর্ঘটনায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।