:সাতক্ষীরায় অবৈধ ইজি বাইকের ধাক্কায় এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির নাম জুবায়ের হোসেন(৪)। সে সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামের মাকফুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে গোসল করার জন্য শিশু জুবায়ের মায়ের সাথে পুকুরে যাচ্ছিল। এসময় মায়ের পথ অনুসরণ করে রাস্তা পার হবার চেষ্টা করলে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইজিবাইক জুবায়েরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ইজি বাইক বিআরটিএ’র অনুমোদনবিহীন একটি যান। এধরনের যানের নিবন্ধন দেয়ার কোন নিয়ম নেই।
এদিকে, জুবায়েরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনেই ছুটে আসেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, কুশখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল ও সাবেক মেম্বর মঞ্জুরুল আলম।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ইজিবাইক ও তার চালক একই উপজেলার কাজীপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মিঠুকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ইজিবাইকটি আটক করে থানায় নিয়ে এসেছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …