আশাশুনিতে উত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

ক্রাইমবার্তা রিপোর্ট:আশাশুনি ব্যুরো : আশাশুনির আনুলিয়ায় সংখালঘু সম্প্রদায়ের মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে চেঁচুয়া ফুটবল মাঠে এঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রের নাম শুভ দেবনাথ(১৬)। সে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যলয়ের ১০শ্রেণির ছাত্র ও আনুলিয়া গ্রামের কালিপদ দেবনাথের ছেলে। আহত স্কুল ছাত্রের পিতা কালিপদ দেবনাথ জানান, গত ১৯শে অক্টোবর শ্যামাকালী পূজার দিন বিকালে আনুলিয়া দাশ পাড়া মন্দিরে গিয়ে একই গ্রামের আবু মোছা সরদারের বখাটে পুত্র আবু হাসানসহ ৪/৫জন মহিলাদের উত্যক্ত করছিল। এসময় স্কুল ছাত্র শুভ প্রতিবাদ করলে উভায়ে মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুভ শুক্রবার বিকেলে চেঁচুয়া ফুটবল মাঠে খেলা দেখতে গেলে সেখানে হাসানের নেতৃত্বে রাকিবসহ ৪/৫ জন তাকে পিটিয়ে ও ইটদিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। তার মাথায় ৯টি শেলাই দেওয়া হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, স্কুল ছাত্র রক্তাক্ত জখম করার ঘটনায় কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।