সরকারের সকল উন্নয়ন কাজে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে —— জেলা প্রশাসক

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সরকারের সকল উন্নয়ন কাজে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। এলাকার সার্বিক সমস্যা সমাধানে জনসচেতনতা এবং একে অপরের সহযোগীতা আশু প্রয়োজন। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান এর সভাপতিত্বে বুধবার (২৩ মে) সকাল ১০ টায় সভায় তিনি আরও বলেন সাতক্ষীরা একটি অপর সম্ভাবনার জেলা। চলতি মৌসূমে আম রপ্তানী বেশ সাড়া জাগিয়েছে। চিংড়ি মাছ রপ্তানী, কলারোয়ার টালী রপ্তানী সহ সুন্দরবনে পর্যটকের আকর্ষনীয় স্থানে বিবেচিত। তাছাড়া ক্রীকেট অঙ্গনে মোস্তাফিজ, সৌমো সরকার বিশ্বে দেশকে আলোড়িত করেছে। মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলহাজ্ব শেখ আকেছেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, এনামুল হোসেন ছোট, আলহাজ্ব নুর মোহাম্মাদ বিশ্বাস, প্রশান্ত কুমার সরকার, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার, এ্যাডঃ জাফরুল্ল্যাহ ইব্রাহিম, সাংবাদি সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও প্রতিনিধি ও সুধীবৃন্দ।

Please follow and like us:

Check Also

দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশব্যাপি জারি করা হয়েছে হিট এলার্ট। এমন পরিস্থিতিতে বৈরী হাবহাওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।