ফিরোজ হোসেন : সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিস থেকে জালজালিয়াতির অভিযোগে দুই দলিল লেখক ও ভূয়া জমিদাতাকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে সাতক্ষীরা ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন সাতক্ষীরা সাবরেজিষ্টার অফিসের দলিল লেখক মোবাশ্বিরুজ্জামান টুটুলকে ( রেজিঃ ৭-৯৯) ৭দিন জেল প্রদান ও দলিল লেখক আব্দুল বাকী ( ২-৬) ৫০০শত টাকা জরিমানা এবং ভূয়া জমিদাতা গোবিন্দকে ৪ দিন জেল প্রদান করা হয়। মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মি আক্তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দলিল লেখকদের কাছ থেকে ভূয়া (সিল)সম্বলিত এস এ রেকর্ড ও ভূয়া পর্চাসহ তাদের আটক করেন। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়। এ বিষয় জানতে চাওয়া হলে দলিল লেখকরা জানান দলিল লেখক মুন্নার সহকারী হিসেবে মোবিশ্বরুজ্জামান টুটুল কাজ করে কিন্তু জালিয়াতি চক্রের মূল হোতা মুন্নার সহকারী টুটুলকে আটক করতে পারলেও মুন্না দৌড়ে পালিয়ে যায় বলে দলিল লেখকরা জানান।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …