ক্রাইমর্বাতা রিপোট: প্রতিনিধি: আশাশুনির শ্রীউলায় ঐহিত্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাছিমাবাদ যুব সংঘের আয়োজনে গলঘেসিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতায় সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ। শ্যামনগরের গাবুরার বিল্লাল হোসেনের ‘চাঁদতারা’, মিজানুর রহমানের ‘সুন্দরবন’ ও নছিমাবাদ যুব সংঘের ‘শাহাজালাল’ মোট ৩টি বাইচ নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় বিল্লাল হোসেনের চাঁদতারা প্রথম স্থান ও মিজানুর রহমানের সুন্দরবন দ্বিতীয় স্থান অধিকার করায় বিজয়ীদের মাঝে ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি কালার টিভি পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, চেয়ারম্যান পতœী নাজনিন পারভীন ঝর্ণা, ইউপি সদস্য ইয়াছিন আলী, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, নছিমাবাদ যুব সংঘের সভাপতি শাহাজান ফকির, সম্পাদক আব্দুস সালাম ফকির, সঞ্জয় মিশ্র প্রমুখ। এ সময় শ্যামনগর ও আশাশুনির হাজার দর্শক নদীর দু’পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …