অগণতান্ত্রিকভাবে নির্বাচিতদের আন্দোলনে বিদায় করা হবে : ড. কামাল

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ   অগণতান্ত্রিকভাবে নির্বাচিতদের আন্দোলনের মাধ্যমে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার সকালে গণফোরামের মতিঝিল কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, ৩০ ডিসেম্বর এ দেশে কোনো নির্বাচন হয়নি। নির্বাচন ২৯ ডিসেম্বরই হয়ে গেছে। জনগণ বলছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন এই অসাংবিধানিকভাবে নির্বাচিতদের বিরুদ্ধে দেশ ও জাতিকেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মিলিতভাবে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে জনগণের বিজয় হবেই।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্যদের এ বৈঠকে আগামী মার্চে দলের অনুষ্ঠিতব্য কাউন্সিলের জন্য বিভিন্ন কমিটি গঠন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ দিকে চিকিৎসার জন্য গত রাতে ড. কামাল সিঙ্গাপুর গেছেন। জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারি হামীম বলেন, চিকিৎসা শেষে তিনি ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরবেন।

Please follow and like us:

Check Also

হাসপাতালে মোবাইলের আলোয় অস্ত্রোপচার, মা-নবজাতকের মৃত্যু

বিদ্যুৎ না থাকায় অপারেশন থিয়েটার অন্ধকার। নেই জেনারেটর বা বিকল্পব্যবস্থাও। যে কারণে কোনো লাইটই জ্বলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।