হাফিজুর রহমান শিমুলঃ
প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহতি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ভাড়াশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খান আসাদুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বীর মুক্তিযোদ্ধা খাঁন আহছানউল্যাহ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক গাজী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ মনিরউদ্দীন আহম্মেদ। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কালিগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় জন্মদিন পালন অনুষ্ঠানে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,
স্মৃতিচারণ মুলক বক্তব্যে বক্তাগন বলেন
জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে আশির্বাদ স্বরুপ। বাংলাদেশের ক্লান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায়। যারা দেশের উন্নয়ন চাইনা তারা আজো গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অনেকে দলে মধ্যে ঘাপটি মেরে থেকে দল ও দলের মানুষদের ক্ষতি করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এদের থেকে সকলকে সাবধান হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীনতার স্বপক্ষের জনগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্বোচ্ছার এবং সকল ষড়যন্ত্র রুখে দেবে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য ও দীর্ঘায়ু হলে দেশ ভাল থাকবে।’