নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ইটাগাছা এলাকার বৃদ্ধ আবু বক্করকে হুইল চেয়ার প্রদান করলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিনি হুইল চেয়ারটি আবু বক্করের কাছে হস্তান্তর করেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার প্রদানকালে জেলা প্রশাসক সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, অনগ্রসর, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসুন। আসুন আমরা প্রত্যেকে একেকজনের দায়িত্ব নেই। তাহলে কেউই পিছিয়ে থাকবে না।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …