স্টাফ রিপোর্টার ॥ জীবনের ঝুকি নিয়ে যে সব গণমাধ্যম কর্মী করোনার তথ্য সংগ্রহ করছেন তাদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১১ এপ্রিল) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী সাংবাদিকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘ জীবনের ঝুকি নিয়ে যে সব গণমাধ্যম কর্মী করোনার তথ্য সংগ্রহ করছেন তারা সাহসী যোদ্ধা। জাতির বিবেক সাংবাদিকদের প্রতি ভালবাসা জানাতে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের সচেতনতামূলক লেখনীর দ্বারা জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতন করবেন। তাহলে করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার লাভ করবেনা। সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, জীবনের ঝুকি নিয়ে যে সব গণমাধ্যম কর্মী সাংবাদিক কাজ করছেন তাদের কথা ভেবে বরাবরের মত মহানুভবতা দেখিয়ে উদারতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। তিনি না চাইতে সাতক্ষীরাবাসীর জন্য অনেক কিছু করেছেন। সাতক্ষীরাবাসী চিরদিন এমপি রবিকে স্মরণে রাখবে।’ এসময় এমপি রবি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলুসহ সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার রহমান।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …