সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-এমপি রবি

স্টাফ রিপোর্টার :‘ঐতিহাসিক মুজিব নগর দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা, সকল মুক্তিযোদ্ধা ও আমার সহযোদ্ধা নেভাল কমান্ডো যারা শহিদ হয়েছে ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ও বাইরের দেশে যে সব বাঙালী মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এমপি রবি বলেন, ‘করোনার বিরুদ্ধে জয়লাভের জন্য আমাদের স্বাস্থ্য বিধি মেনে সচেতন ও সতর্ক হয়ে ঘরে অবস্থান করতে হবে। করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা বিশে^ মানুষ মারা যাচ্ছে। আমরা যদি সকলে সচেতন হই তাহলে আমাদের দেশে করোনা মহামারী আকার ধারণ করতে পারবেনা। ডাক্তাররা পর্যন্ত মারা যাচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিলে সব কিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। হাসপাতালে জায়গা থাকবেনা। সব বিনা চিকিৎসায় মারা যাবে। ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ। আমাদের অবহেলার কারণে এবং আমরা যদি ইচ্ছাকৃতভাবে কথা না শুনি। তাহলে আমরা ভয়াবহ ক্ষতির সম্মুখিন হব। জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে আসুন আমরা আল­াহর উপর ভরসা রেখে সাবধান ও সচেতন হয়ে মহান আল­াহর কাছে দোয়া করি মহান আল­াহ যেন মানব জাতি ও মানব সন্তানদের এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি দেন।’ ঐতিহাসিক মুজিব নগর দিবস ও মরণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি আরো বলেন, আপনার পরিবার ও এলাকাবাসীকে আপনিই ভাল রাখতে পারেন। প্রবাস থেকে আমাদের বাঙালী যে সব ভায়েরা দেশে এসেছেন তারা যদি প্রথমেই স্বাস্থ বিভাগের নির্দেশনা মেনে চলতেন তাহলে আমাদের করোনার কোন ঝুকি থাকতোনা। দিন দিন করোনার রোগী বাড়ছে। এখনও সময় আছে। আমরা যদি সচেতন ও সতর্ক হই তাহলে আর নতুন করে কোন করোনার রোগী পাওয়া যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সকলকে ঘরে থাকার। খাদ্য সামগ্রী বাড়ি পৌছে যাবে। সেই প্রতিশ্র“তি অনুয়ায়ী ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। ‘করোনার প্রভাবে সাতক্ষীরার ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকল সেক্টরে এগিয়ে গেছে। আল­াহর রহমতে জননেত্রী শেখ হাসিনার সততা ও বলিষ্ঠ নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধ করে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এসময় সাতক্ষীরার জনপ্রতিনিধি, প্রশাসন, ডাক্তার ও বিভিন্ন সংগঠন করোনা প্রতিরোধে নিরলসভাবে পরিশ্রম করছে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি রবি।

Please follow and like us:

Check Also

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।