ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের (আমতলা গ্রাম) সাবেক ইউপি সদস্য মো. মনিরুজ্জামান ও তার স্ত্রীর শ্বাসকষ্টসহ জ্বর এবং সংশ্লিষ্ট উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২ টার দিকে সাবেক ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে করোনা টেস্টের জন্য এ নমুনা সংগ্রহ করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী তাৎক্ষণিক তাদের নমুনা সংগ্রহ করে।
পরে ইউপি চেয়ারম্যান বজলুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সাথে পরামর্শক্রমে ওই বাড়িটিসহ তাদের সংস্পর্শে আসা সকলকে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং বাড়িটিতে লাল পতাকা উত্তোলন করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …