খুলনা মেডিকেলে রাতে করোনার উপসর্গে হাসপাতালে ভর্তি, ভোরে মৃত্যু

ক্রাইমর্বাতা রিপোর্ট:খুলনা:  খুলনায় করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। তার বাড়ি মাগুরা সদর উপজেলায়।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওই ব্যক্তিকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হবে। তার নমুনা সংগ্রহ করা হচ্ছে।

Please follow and like us:

Check Also

আশাশুনির বদরতলা-ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের পরিত্যাক্ত খুটির রড: l দুর্ঘটনার শঙ্কা

এস,এম মোস্তাফিজুর রহমান( আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা সড়কে পল্লী বিদ্যুতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।