অদ্য ১৫.০৫.২০২০ খ্রি. তারিখে সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়। শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্য কাপড়ের দোকান খোলা রেখে ব্যবসা করাসহ সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করা মটর সাইকেলে অতিরিক্ত আরোহী নিয়ে চলাচল করার অপরাধে বিভিন্ন ধারায় অভিযুক্ত ব্যক্তিদের অর্থদন্ড প্রদান করা হয়। এ উপজেলার সিরাজপুর নামক স্থানে অবৈধ ২টি হাতপাজা প্রস্তুত করে ইট পোড়ানোর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অর্থদন্ডসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস, কালিগঞ্জ শাখার সহযোগিতায় উক্ত হাতপাজা ২টি বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান চলবে। প্রেস বিজ্ঞপ্তি
ইউএনও শ্যামনগর। ফেসবুক স্ট্যাস্টাস।