আবু সাইদ বিশ্বাসঃক্রাইমবার্তা রিপোটঃঈদুল অাযহার দুরাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর পশু কুরবাণির মধ্য দিয়ে সাতক্ষীরায় ঈদুল আযহা উৎযাপিত হচ্ছে। সকাল ৭ থেকে ৮টার মধ্যে জেলার বেশিরভাগ মসজিদ ও মশজিদ সংলগ্ন মাঠে ঈদের নামাজ আনুষ্ঠিত হয়। আম্পান ও ঘর্ণিঝড় মাথায় নিয়ে কষ্টের মধ্যেই এবারের ঈদ। আকাশ ভাল থাকায় কোন প্রকার বিড়ম্বনা ছাড়ায় ঈদের নামাজ আদায়া করতে পরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা।
তবে বেশির ভাগ স্থানে সামাজিক দূরাত্ব না মানা ও মাস্ক ব্যবহার না করার প্রবর্ণতা দেখা যায়। ফলে ঈদের পর জোলাতে করোনা আক্রন্ত রোগীর সংখ্যা বাড়ার সম্ভবনা বেশি বলে সংশ্লষ্টরা জানান।
সকাল ৮টার পর পশু কুরবাষি শুরু হয়। পরে কুরবাণিকৃত পশুর গোশতো ভাগবাটোয়ার করে ইসলামী বিধান আনুযায়ী বন্টনের মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শেষ হবে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম আঃ এর পর থেকে মুসলিম জাতী গোষ্ঠি দিবসটি গুরুত্বের সাথে পালন করে আসছে । আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে মুসলমানেরা দিনটি গুরুত্বের সাথে পালন করে আসছে।