সাতক্ষীরার আশাশুনিতে আ’লীগরে দুই গ্রুপের সংঘষে ২ পুলিশ আহত

রুহুল কুদ্দুস:আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগরে দুই গ্রুপের সংঘর্ষে থানার গাড়ি ভাংচুরসহ দুই পুলিশ সদস্য আহত, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্ল্যার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরে এবং শরবত হত্যা মামলার আসামীরা সম্প্রতি জামিন পেয়ে এলাকায় এসে পূবের ন্যায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াার সংঘর্ষের সময় উভয় পক্ষ সার্চ লাইট জ্বালিয়ে ইটপাটকেল ঢাল ও দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উভয় পক্ষের সংঘর্ষের মাঝে দুই পক্ষের ইটপাটকেল ঢাল ও দেশীয় অস্ত্রের আঘাতে থানার গাড়ি ভাংচুর ও হেলমেট ভাংচুর করা হয়েছে। এঘটনায় এসআই জাহাঙ্গীর আহত হন এবং ওসির ড্রাইভার শরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত ড্রাইভার শরিফুল ইসলামকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন গদাইপুর গ্রামের নুর ইসলামের পুত্র গোলাম কিবরিয়অ (৩৫) ও একই গ্রামের গোলাম রব্বানীর পুত্র মফিজুল ইসলাম (৩৮)। বর্তমান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ মোতায়ন রাখা হয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে খাজরা ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করার প্রয়োজন সেটা করা হবে।

Please follow and like us:

Check Also

ফেসবুকে পোস্ট দিয়ে সন্তান নিয়ে ট্রেনের নিচে নারীর ঝাঁপ: মারা যান মা-ছেলে

হাজীগঞ্জে এক বছরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন মা তাহমিনা (২৩)। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।