মনিরামপুরে স্যাকমোর হাতে স্বাস্থ্য কর্মকর্তা লাঞ্ছিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে স্যাকমোর (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) হাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ লাঞ্ছিত হয়েছেন। উপজেলার রাজগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রের দায়িত্বে থাকা স্যাকমো আবু তৌহিদ এ ঘটনা ঘটায়।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনার পর খবর পেয়ে জেলা সিভিল সার্জনসহ পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় স্যাকমোকে আটক করে পুলিশ।  এ ব্যাপারে স্যাকমো আবু তৌহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি থানায় মামলা হয়েছে।

আবু তৌহিদের শ্বশুর অধ্যক্ষ আব্দুল লতিফের দাবি, তার জামাই মানসিক রোগী। তবে সিভিল সার্জন শেখ আবু শাহিন আগে এ ধরনের রোগের বিষয়টি শুনেননি বলে জানান।

ডা. শুভ্রারানী দেবনাথ বলেনঘটনার দিন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান ফটকের সামনে ফুলবাগান পরিচর্যা করতে আসা মালি শরিফুর রহমানের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে সেখানে আসেন স্যাকমো আবু তৌহিদ। নিজের কর্মস্থলে না থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কেন এসেছেন- জিজ্ঞাসা করতেই স্যাকমো আবু তৌহিদ তেড়ে এসে তাকে (ডা. শুভ্রারানী দেবনাথ) লক্ষ্য করে তালা ছুড়ে মারেন।

এ সময় আবু তৌহিদ অশ্লীল ভাষায় উত্তেজিত কণ্ঠে ডা. শুভ্রারানী দেবনাথকে বলেনতোর সিভিল সার্জনকে ডাক। এরপরই ডা. শুভ্রারানীকে চড়-থাপ্পড় মারতে থাকলে সেখানে উপস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে ডা. শুভ্রারানী দেবনাথকে উদ্ধার করে স্যাকমো আবু তৌহিদকে হাসপাতালের একটি কক্ষে আটকে রাখেন।

প্রত্যক্ষদর্শী গাড়ি ড্রাইভার মুছা বলেনকেউ কিছু বুঝে উঠার আগেই এ ঘটনা ঘটে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানানবিষয়টি শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

থানার ওসি রফিকুল ইসলাম বলেনএ ঘটনায় সরকারি কাজে বাধামারপিট ও হুমকি প্রদানের অভিযোগে স্যাকমো আবু তৌহিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-০৩।

জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন বলেনএ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।