স্টাফ রিপোর্টার ॥ ৪০দিন একটানা ফজরের নামাজ জামায়াতে পড়ায় ১০ জন মুসুল্লিকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা রোড মোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার কার্যালয়ে মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ ও উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ্উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘মসজিদে এসে ফজরের নামাজ পড়ায় যে সম্মাননা প্রদান করা হয়েছে এটি একটি মহৎ উদ্যোগ। এটি যদি নিয়মিতভাবে প্রদান করা হয় তাহলে যুব সমাজের মধ্যে নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মো. আব্দুস সালাম, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনছারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান বাবু, প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, মো. আবু তালেব, মো. বেলায়েত হোসেন, অধ্যক্ষ আনোয়ারুল হক, মো. আব্দুস সামাদ, মো. আব্দুস সেলিম, প্রভাষক নজরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী আবিদুল হক মুন্না, হাজী মহসিন মোল্লা, মো. কবির হোসেন, মঞ্জুরুল আলম প্রমুখ। ১০ জন মুসুল্লিকে একটি করে জায়নামাজ সম্মাননা হিসেবে প্রদান করা হয়।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …