যশোরে কোমল পানীয় ভেবে কিটনাশক পানে শিশুর মৃত্যু!

মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলার বসুন্দিয়ার জগন্নাথপুর গ্রামে কোমল পানীয় ‘স্পিড’ ভেবে কীটনাশক ঔষধ পান করে ৯বছরের কিশোর তামিমের মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গত ১৫আগস্ট বাড়িতে খেলাধুলার মাঝে এলাকার সকলের প্রিয় তামিম কোমল পানীয় ‘স্পিড’ এর বোতলের মুখ খুলে পান করে নেয় সবটুকু। ধীরে ধীরে তামিমের শরীরে অস্থিরতা অতপর যন্ত্রনা শুরু হলে বাবা-মা জানতে পারে স্পিডের বোতলে রাখা জমির ‘ঘাস মারার ঔষধ’ ভুল করে তামিম তা খেয়ে ফেলেছে।

তামিম হোসেন খানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসার ৬ষ্ঠ দিনে তার শারিরীক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় ডাক্তারদের পরামর্শ ও সহযোগীতায় তামিমকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ডাক্তারদের সর্বাত্মক চিকিৎসা সেবার একপর্যায়ে তামিমকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত শনিবার রাত ১২টায় তামিমের মৃত্যু হয়।

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র তামিম হোসেন খানের বাবা জাহাঙ্গীর আলম খান মিস্টার বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক।

শোক সন্তপ্ত পরিবেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , জেলা ও থানা যুবলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি, প্রেসক্লাব বসুন্দিয়া ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত মানুষের উপস্থিতিতে সোমবার (২৩ আগস্ট) জোহর নামাজের পর জগন্নাথপুর কারবালা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। সবশেষে পারিবারিক কবর স্থানে তামিমের দাফন সম্পন্ন হয়।

Check Also

গোলাগুলির পর শীর্ষ সন্ত্রাসী পলাশসহ ১১ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ও যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে খুলনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।