আজ এসএসসি পরীক্ষা শুরু: সাতক্ষীরায় ৪৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী

এরমধ্যে এসএসসিতে ২৭টি কেন্দ্রে অংশ নেবে ১৮ হাজার ৭০৭ জন, দাখিলে ১২টি কেন্দ্রে অংশ নেবে পাঁচ হাজার ৯৩২ জন এবং ভোকেশনালে ৭টি কেন্দ্রে অংশ নেবে এক হাজার ৬৩৮ জন রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদরে এসএসসিতে অংশ নেবে ৩ হাজার ৪৭৩ জন, দাখিলে অংশ নেবে ১ হাজার ২৮১ জন এবং ভোকেশনালে অংশ নেবে ৪০৭ জন। সর্বমোট ৫ হাজার ১৬১ জন শিক্ষার্থী। কলারোয়া উপজেলায় এসএসসিতে অংশ নেবে ২ হাজার ৭৯৩ জন, দাখিলে অংশ নেবে ৬৮১ জন এবং ভোকেশনালে অংশ নেবে ৪৪৮ জন। সর্বমোট ৩ হাজার ৯২২ জন শিক্ষার্থী। তালা উপজেলায় এসএসসিতে অংশ নেবে ২ হাজার ৭৭৭ জন, দাখিলে অংশ নেবে ৮২০ জন এবং ভোকেশনালে অংশ নেবে ১৮৪ জন। সর্বমোট ৩ হাজার ৭৮১ জন শিক্ষার্থী। আশাশুনি উপজেলায় এসএসসিতে অংশ নেবে ২ হাজার ৮৭০ জন, দাখিলে অংশ নেবে ৯৮৮ জন এবং ভোকেশনালে অংশ নেবে ৪৬ জন। সর্বমোট ৩ হাজার ৯০৬ জন শিক্ষার্থী। কালিগঞ্জ উপজেলায় এসএসসিতে অংশ নেবে ৩ হাজার ১৩২জন, দাখিলে অংশ নেবে ৭২৮ জন এবং ভোকেশনালে অংশ নেবে ৩১৩ জন। সর্বমোট ৪ হাজার ১৭৩ জন শিক্ষার্থী। দেবহাটা উপজেলায় এসএসসিতে অংশ নেবে ১ হাজার ১০৯জন, দাখিলে অংশ নেবে ২৬৩ জন এবং ভোকেশনালে অংশ নেবে ১০৮জন রয়েছে। সর্বমোট ১হাজার ৪৮০ জন শিক্ষার্থী। শ্যামনগর উপজেলায় এসএসসিতে অংশ নেবে ২ হাজার ৫৫৩ জন, দাখিলে অংশ নেবে ১হাজার ১৭১ জন এবং ভোকেশনালে অংশ নেবে ১৩২ জন। সর্বমোট ৩ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী। সাতক্ষীরা জেলায় ৪৬টি কেন্দ্রে অংশ নেবে সর্বমোট ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। সময়সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকালের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে।

 


Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।