অভয়নগরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার
করোনা ও ওমিক্রন ভাইরাস মোকাবেলায় অভয়নগরের বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানে রোটাঃ আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কেএন-৯৫ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে। গত ১৪ ফেব্রয়ারি ২০২২ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করে এ প্রতিষ্ঠান।

রোটাঃ আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জি. ইউনুস হোসেন সুমি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন। অভয়নগর থানার পক্ষে গ্রহণ করেন অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান, যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষে গ্রহণ করেন সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের পক্ষে গ্রহণ করেন স্টেশন অফিসার টিটব শিকদার, নওয়াপাড়া হাইওয়ে থানার পক্ষে গ্রহণ করেন অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে গ্রহণ করেন আরএমও ডা. আলীমুর রাজিব এবং স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংকের পক্ষে গ্রহণ করেন তানভির, আজগর ও গালীব। পৃথক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উক্ত ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আশরাফ হোসেন প্রিন্স, কাজী ইয়া হান্নান (তমাল), দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ প্রমুখ। এ ব্যাপারে রোটাঃ আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জি. ইউনুস হোসেন সুমি বলেন, করোনার শুরু থেকে অভয়নগরবাসীর জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে রোটাঃ আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ ধরণের কাজ অব্যাহত থাকবে।

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত

সাতক্ষীরার তালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।